রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের জেরে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিষয়টি সোমবার (২৭ জানুয়ারি) নিশ্চিত করেছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস।
কাজা কালাস জানিয়েছেন, ইইউভুক্ত সব দেশ, এমনকি আগে দ্বিমত পোষণ করা হাঙ্গেরিও অবশেষে এই নিষেধাজ্ঞার বিষয়ে সম্মত হয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার পর এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইইউ।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, "নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে যুদ্ধের জন্য অর্থায়নের সুযোগ থেকে বঞ্চিত করবে।"
ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত রয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেগুলো বহাল রাখার ব্যাপারে নিশ্চিত হলো ইইউ।
আ. দৈ./ সাধ