ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, আজ সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহানের ফার্নিচারের দোকানে জুয়া খেলার সংবাদ পায়।
ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম কবির ও এএসআই উজ্জল মিয়া সঙ্গীয় অফিসার তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ শাহাজাহান (৫৩), খোরশেদ আলম (৬০), শফিকুল (৫০), আঃ কাদের (৪৫), আঃ করিম (৪২), আঃ মজিদ (৩০), লোকমান (৪৫), হারিছ (৩৫), আবু তাহের(৫০), মোখলেছুর রহমান (৫৫) কে আটক করেন। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।
আ. দৈ/সাম্য