সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
সারাদেশ
মাদারীপুরে এতিমদের খাবারের টাকা যায় কর্মকর্তাদের পকেটে !
মাদারীপুর প্রতিনিধি
Publish: Friday, 13 September, 2024, 6:31 PM  (ভিজিট : 142)


মাদারীপুরে সরকারি এতিমখানায় থাকা কোমলমতি শিশুদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কাগজেকলমে প্রতিষ্ঠানে ৬০ জন শিক্ষার্থী ভর্তি থাকলে বাস্তবে নেই অর্ধেক শিশুও। এতিমদের নামে বরাদ্দের সরকারি টাকা ১৫ বছর ধরে একই ঠিকাদারের যোগসাজসে নয়ছয়ের অভিযোগ উঠেছে অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্ত করে বিষয়টির সত্যতা পেয়ে অভিযুক্ত ৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা সমাজসেবা অফিস।

সরেজমিন ঘুরে দেখা যায়, অত্যাচার-নির্যাতন আর নিম্নমানের খাবার দেয়ায় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে পড়েন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

জানা যায়, ২০০৪ সালে ১০০ এতিম থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগদী এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজেকলমে ৬০ জন শিশু ভর্তি দেখানো হলে বাস্তবে আছে মাত্র ২৭ জন। মা-বাবাহারা এতিমদের জন্য সপ্তাহে দু’দিন মাংসসহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার। কিন্তু ফ্রিজ ভর্তি মাছ-মাংস থাকলেও ভাল খাবার জোটে না অসহায়দের। দেয়া হয় পঁচা ও নিম্নমানের খাবার। যা খেয়ে অসুস্থ হচ্ছে অনেক শিশু। এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এ নিয়ে বার বার অভিযোগ জানিয়েও নির্যাতনের শিকার হতে হয়েছে শিশুদের।

সূত্র বলছে, মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজ সেবা অধিদফরের অধীনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটিতে এতিম শিশুর জন্য জনপ্রতি মাসে খাবারের বরাদ্দ ৩০০০ টাকা। শিক্ষা সামগ্রীতে ৩৫০ টাকা, পোশাক ৩০০ টাকা, প্রসাধনী ১৫০ টাকা, চিকিৎসার জন্য ১০০ টাকা বরাদ্দ দেয় সরকার। দীর্ঘদিন ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরত চন্দ্র ঘোষ নামে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাকসহ বিভিন্ন সরঞ্জমাদি সরবরাহ করে আসছে। তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রতিষ্ঠানের প্রধান ও উপ তত্ত্বাবধায়ক মো.সাইদুজ্জামান, সহকারী উপ তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান, বড় ভাই ফজলুল হক, কম্পিউটার অপারেটর আঁখি খান, এতিমদের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানের একাধিক শিশু জানায়, অনেকদিন হলে তারা ভালমানের খাবার খেতে পারে না। ফ্রিজ ভর্তি মাছ-মাংস থাকলেও শিশুদের রান্না করে খেতে দেয়া হয়। ঊর্ধ্বতন কোন কর্মকর্তা আসলে তখন, তাদের দেখানোর জন্য ওইদিন উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বছরে দুটি ঈদ আসলেও নতুন পোশাক দেয়া হয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে থাকলেও বার বার আকুতি জানিয়েও কোন সমাধান হচ্ছে না।

মাদারীপুর সরকারি শিশু পরিবার (বালক)-এর কম্পিউটার অপারেটর আঁখি খান বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে কোন শিশুই অভিযোগ দিতে পারবে না। আমি এমন কোন অন্যায় কাজের সঙ্গে জড়িত নই। এখানকার প্রত্যেক শিশুকে আদর-মমতা দিয়ে ভালবাসি।

মাদারীপুর সরকারি শিশু পরিবার (বালক)-এর শিক্ষক ফজলুল হক বলেন, এখানে এক একজন এক একটি বিষয়ে দেখাশুনা করেন। পুরো অভিযোগ একজনের বিরুদ্ধে বলা ঠিক না। আমি তো আর প্রতিষ্ঠান প্রধান নই, প্রতিষ্ঠানের প্রধানকে অবগত ছাড়া কোন কাজই হয় না। কিছু জানার ইচ্ছা থাকলে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়।

মাদারীপুর সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্ববধায়ক মো. সাইদুজ্জামান বলেন, শিশুদের নিম্নমানের খাবার দেয়া হয় এটি সত্য নয়। তাদের মারধর বা তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় সেটিও সত্য নয়। এখানকার এতিমদের সঙ্গে প্রতিষ্ঠানের সবাই সুন্দর ও ভাল ব্যবহার করে। তাদেরকে ভালমানের খাবার দেয়া হয়। খাবারের মেন্যু করা আছে, ঠিকাদার সেইভাবেই খাবার সরবরাহ করেন। একটি চক্র প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য এমন করছে।

ঠিকাদার উত্তম কুমার পোদ্দার বলেন, সরকারিভাবে যেভাবে তালিকা করা আছে, সেভাবে খাবারসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়। এখানে কোনকিছু কম দেয়ার যেমন সুযোগ নেই, তেমনি বেশি দেয়ারও সুযোগ নেই। আর দরপত্র আহ্বান করা হলে, প্রতিযোগিতার মাধ্যমেই খাবারসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেয় সরকার। এককভাবে টেন্ডারে অংশ নেয়ার সুযোগ নেই।

মাদারীপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাইনউদ্দিন সরকার বলেন, অভিযোগ আসলে সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এতিম শিশুদের এমন খাবার দেয়া খুবই অন্যায়। তাদের সঙ্গে যে আচরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা করেন সেটা শোভা পায় না। শিশুদের লিখিত জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।


আ. দৈনিক/ কাশেম/ইমদাদুল 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝