করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। সংস্থাটি দাবি করেছে, ভাইরাসটি চীনের ল্যাব থেকে ছড়িয়েছে—এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এটি নতুন কোনও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়; বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়ন করে এমন ধারণা করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) সিআইএর এক মুখপাত্র আলজাজিরার কাছে এই দাবি করেন। তিনি জানান, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে সিআইএর আগে থেকে ধারণা ছিল। এটি কোনো প্রাণীর দেহ থেকে এসেছে, নাকি ল্যাব থেকে ছড়িয়েছে, তা নিয়ে তাদের মূল্যায়ন চলমান ছিল। তবে এখন তারা ল্যাব তত্ত্বকে বেশি সম্ভাব্য মনে করছে।
বাইডেন প্রশাসনের আগে ট্রাম্প প্রশাসন করোনাভাইরাসকে বারবার 'চায়না ভাইরাস' হিসেবে আখ্যা দিয়েছিল। সিআইএর আগের পরিচালক উইলিয়াম বার্নস এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিলেন। ট্রাম্পের সময়ে দায়িত্বে থাকা জন র্যাটক্লিফ, যিনি আবারও সিআইএর প্রধান হয়েছেন, একইভাবে দাবি করেছেন, ভাইরাসটি উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চীনের উহান শহরের মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়ানোর যে তত্ত্ব, সেটিও উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ৪০ মিনিটের দূরত্বে অবস্থিত। এই দূরত্ব ল্যাব থেকে ছড়ানোর তত্ত্বকে আরও জোরালো করে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে ৭০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্র।
সিআইএ জানিয়েছে, তারা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এবং বিষয়টি আরও তদন্তের দাবি রাখে। তবে ল্যাব থেকে ছড়িয়ে পড়ার তত্ত্ব নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার তাগিদ এসেছে।
আ. দৈ./ সাধ