নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নেই। প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভোটার তালিকা হালনাগাদে জোর
নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ রয়েছে, তা নিরসনের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হচ্ছে। ভুয়া ভোটার, মৃত ব্যক্তির নাম, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। নির্দিষ্ট সময়ে খসড়া তালিকা প্রকাশিত হবে, যা চূড়ান্ত হবে আগামী ২ মার্চ।
স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি
সানাউল্লাহ বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রশ্নবিহীন নির্বাচন নিশ্চিত করা।" তিনি জানান, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।