সিরিজ জিতলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ থাকলেও শেষ ম্যাচে হেরে হতাশ হতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে পরাজিত হয় নিগার সুলতানার দল।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২২.৩ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে। এ পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায়।
নারীদের চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। জয় পেলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া যেত। তবে হেরে যাওয়ায় এখন তাদের ছয় দলের বাছাইপর্ব খেলতে হবে। সেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।
চ্যাম্পিয়নশিপ টেবিলের সাত নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ ২১ পয়েন্ট, সমান পয়েন্ট নিয়েও নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে ছয় নম্বরে রয়েছে।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ শুরুতে ধীরে ভালো করলেও মাঝপথে নিয়মিত উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায়। শারমিন আক্তার ৩৭ রান করেন, আর সোবহানা মোস্তারি করেন ২৫ রান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭.৩ ওভারে ১২২ রান করে জয় নিশ্চিত করে। কিয়ানা জোসেফ করেন ৩৯ রান, ডটিন অপরাজিত থাকেন ৩৩ রানে।
এই হারের পর নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সেন্ট কিটসে।