আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত ভোটার তালিকা সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব শেখ এনায়েত উল্লাহ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের সুবিধামতো ভোটার তালিকা তৈরি করেছে। এই ভোটার তালিকা সংস্কার না করলে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি হবে। তাই আগামী নির্বাচনের আগে তালিকা সংস্কার করতেই হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. খন্দকার রাশেদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা আনোয়ার খান।
সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গোলাম সবুর, ডা. আব্দুল্লাহ খাঁন, সৈয়দ মোহাম্মদ আহসান, ড. আব্দুল মান্নান, শাহীন আহমেদ খান এবং ওবায়দুর রহমান প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, বর্তমান সরকারের করা ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এবং এতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য তারা একটি নিরপেক্ষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের আহ্বান জানান।
আ. দৈ./ সাধ