বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, “দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ চললেও প্রবাসীদের ভোট প্রদানের আইন কার্যকরে নির্বাচন কমিশনের ব্যর্থতার সমালোচনা করেন তিনি। হাসনাত বলেন, “পোস্টাল ভোট বা ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আইনে থাকলেও প্রশাসনিক জটিলতা এবং তথ্যের ঘাটতির কারণে এটি কখনও কার্যকর হয়নি। ফলে প্রবাসী নাগরিকরা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব। যদি একাই লড়তে হয়, তবুও বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাব। হাসিনা স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেব না।”
প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার জন্য একটি আলাদা পোর্টাল তৈরির প্রস্তাব দেন তিনি। পাশাপাশি “অ্যাডভান্স ভোটিং সিস্টেম” চালুর মাধ্যমে প্রবাসীদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করার কথা বলেন।
প্রবাসীদের অবদানকে স্বীকার করে তিনি বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরব আমিরাতসহ বিভিন্ন দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে এবং রেমিট্যান্স বন্ধ করে তারা সরকারের পতন ত্বরান্বিত করেছেন।”
তিনি সতর্ক করে বলেন, “যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করা হয়, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেই হবে।”
আ. দৈ./ সাধ