ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উঠে এসেছে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক বিষয়। প্রশ্নপত্রে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন, খালেদা জিয়ার মহাখালী ফ্লাইওভার উদ্বোধন, ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্য তত্ত্ব, শহীদ আবু সাঈদকে স্মরণে নির্মিত শিল্পকর্ম এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা।
শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় আটটি বিভাগীয় শহরে মোট এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি আসনের জন্য লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।
প্রশ্নপত্রে উঠে আসা কিছু উল্লেখযোগ্য বিষয়:
১. বৈষম্যবিরোধী শব্দের সমাস
বাংলা অংশের এমসিকিউতে এসেছে ‘বৈষম্যবিরোধী’ শব্দটি কোন সমাসে নিষ্পন্ন।
২. ঢাকার প্রথম ফ্লাইওভার
সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন ছিল—‘ঢাকার প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে?’ সঠিক উত্তর: ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করেন।
তিন শূন্যের তত্ত্ব
ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্যের তত্ত্ব নিয়ে প্রশ্নে ছিল, ‘তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?’ সঠিক উত্তর: শূন্য ক্ষুধা। তত্ত্বে রয়েছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমন।
৪. আবু সাঈদের স্মরণে শিল্পকর্ম
প্রশ্ন ছিল, ‘শহীদ আবু সাঈদকে স্মরণে নির্মিত শিল্পকর্মের নাম কী?’ সঠিক উত্তর: ‘উন্নত মমশির’, যা বিশিষ্ট শিল্পী শহীদ কবির আঁকেন।
৫. তত্ত্বাবধায়ক সরকার সংশোধনী
সাধারণ জ্ঞান অংশে উঠে এসেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সংশোধনী—২০১১ সালের পঞ্চদশ সংশোধনী।
৬. ফ্যাসিস্ট শাসনের পতন
লিখিত অংশে অনুবাদের জন্য একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া হয়, যেখানে ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসকের পতনের বর্ণনা ছিল। অনুচ্ছেদে জনগণের আন্দোলন, স্লোগান এবং বিজয়ের উল্লাস তুলে ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা বহাল রাখা হলেও নাতি-নাতনিদের জন্য কোটা বাতিল করা হয়েছে।
আ. দৈ./ সাধ