বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "আমার প্রতিদিনের শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ নিয়ে।" তিনি জানিয়েছেন, ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী আদানি গ্রুপ প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়, যা জ্বালানি খাতকে চাপে ফেলে।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জ্বালানি খাতে লুটপাট ও সমস্যা
ফাওজুল কবির জানান, বাংলাদেশ ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় বিক্রি করছে, যা আর দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে। তবে এই চাপ কতদিন সামাল দেওয়া যাবে, তা অনিশ্চিত।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে সব প্রকল্প উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
জ্বালানি খাতে লুটপাটের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান এই উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ বছরে এই খাতে যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, "জ্বালানি খাতের অপচয় ও দুর্নীতি বন্ধ না করলে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক হবে না।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এই খাতের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার।