পটুয়াখালী বাউফলের সূর্যমনি ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নুরাইনপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুর্যমনি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন রাড়ীর সভাতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম জোমাদ্দার। ওই সময় তিনি বলেন সূর্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি বিশেষ সুবিধা নিয়ে সভাপতি হয়েছিলেন।
আওয়ামীলীগ সরকার আমলে তিনি সুর্যমনি আসেননি। সকল জেল জুলুম হুলিয়া নির্যাতন আমি ও আমার দলীয় কর্মীরা ভোগ করেছে। দিনের পর দিন জেল খেটে বের হলে পুলিশি হয়রানী থেকে রেহাই পাইনি। ব্যবস্যা বানিজ্য বন্ধ করে দিয়েছে আওয়ামী দোষররা। ওই সময় সভাপতি আমাকে সহ সূর্যমনি ইউনিয়নের কোন নেতাকর্মীর খোঁজ নেননি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর তিনি দেশে এসে আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ করিয়েছে। আমি আমার সভাপতির এহেন কর্মকান্ডের নিন্দা জানাই। সংবাদ সম্মেলন শেষে সূর্যমনি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নুরাপুর বন্দরে সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
আ. দৈ. /কাশেম/ নাজিম