রবিবার, ১৩ জুলাই ২০২৫,
২৯ আষাঢ় ১৪৩২
ই-পেপার

রবিবার, ১৩ জুলাই ২০২৫
আন্তর্জাতিক
ভারতে ১৫০ পর্যটক নিয়ে ভেঙে পড়ল সেতু, স্রোতে ভেসে গেছেন অনেকে
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 15 June, 2025, 7:59 PM  (ভিজিট : 148)

ভারতের গুজরাটে বিমান বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে সেতু বিপর্যয় ঘটল। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়েছে ইন্দ্রায়ণি নদীর সেতু।
রোববার (১৫ জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে পুনের কুন্দমালা গ্রাম এলাকায়।

স্থানীয়দের তথ্য মতে, ভেঙে পড়ার সময় সেতুর ওপর অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরতর। এখন পর্যন্ত ৩২ জনকে নদী থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকবিলা বাহিনী।  

তথ্য মতে, ৩০ জন খরস্রোতা নদীর পানিতে ভেসে গেছেন। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। উদ্ধার কার্জে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সন্ধ্যা হয়ে আলো কমে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  

জানা যায়, গত দুই ধরে বৃষ্টি হচ্ছে পুনের ওই অঞ্চলে। জায়গাটি লোনাভেলার কাছে। রোববার ছুটির দিন থাকায় এবং বৃষ্টি কিছুটা কম হওয়ায় সেখানে পিকনিকের জন্য ভিড় জমান পর্যটকরা। মূলত এই সময় পর্যটকরা খরস্রোতা নদীর দৃশ্য উপভোগ করতে নদীর সামনে ভিড় জমান।

স্থানীয়দের তথ্য মতে, নদীর সামনে কমপক্ষে ৫০০ জন পিকনিকের কারণে জড়ো হয়েছিলেন। তার মধ্যে ১৫০ জন ওই সেতুতে হেঁটে ভ্রমণ করছিলেন। অনেকেই ছবি তুলছেন। তারই মধ্যে সেতু ভেঙে ঘটে যায় বিপর্যয়।  

স্থানীররা জানান, লোহার সেতুটি বহু পুরোনো। তাতে মরচে ধরেছিল। পর্যটকদের উঠতে মানাও করা হয়েছিল। কিন্তু অতি উৎসাহে তারা শোনেনি। ইতোমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোড়কদমে নেমে পড়েছে। রয়েছে ২৫টির বেশি অ্যাম্বুলেন্স। বৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩২ জন।

দুর্ঘটনাস্থলটি মহরাষ্ট্রের মভল বিধানসভা আসনের মধ্যে পড়ে। সেখানকার বিধায়ক সুনীল শেখলে জানান, ইন্দ্রায়ণি নদীর ওপর ওই লোহার সেতুটি প্রায় ৩০ বছরের পুরোনো। গত দু’দিন ধরেই পুনের এই গ্রামে ভারী বৃষ্টি হয়েছে। তার ফলে নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছিল। অনুমান করা হচ্ছে, নদীর পানির তোড়েই দুর্ঘটনাটি ঘটেছে।

তবে স্থানীয়দের মতে, এলাকাবাসীরা দীর্ঘদিন এই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছিলেন। গত ৪-৫ বছর ধরে এই সেতুটির কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয়দের তথ্য মতে, পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুটি বিকট শব্দ মাঝখান আধখানা হয়ে যায়।

অপরদিকে, ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। হেলিকপ্টারে থাকা পুণ্যার্থীরা কেদারনাথ মন্দির দর্শন করে গুপ্তকাশি শহরে ফিরছিলেন।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে বলেছে, ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয় পুণ্যার্থী ও পাইলট নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে ২৩ মাসের এক শিশুও রয়েছে। দুর্ঘটনায় সবাই মারা গেছেন।

আ.দৈ/আরএস



   বিষয়:  ভারতে   ১৫০ পর্যটক   নিয়ে   ভেঙে   পড়ল   সেতু   স্রোতে   ভেসে   গেছেন   অনেকে   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের
দেশে আরেকটি তীব্র আন্দোলন গড়ে উঠবে: নাহিদ ইসলাম
মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ
৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে উপনীত হতে হবে : আলী রীয়াজ
গোলাম রাব্বানীর ভাইসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১৫ ব্যাংকের
পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ৫ আসামি গ্রেপ্তার
হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: তথ্য উপদেষ্টা
‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি
হাত-পা নেই, মুখ দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পেলেন লিতুন জিরা
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝