কোন দেশপ্রেমিক দুর্নীতি ও মাদক ব্যবসায় জড়িত হতে পারে না। সাবেক মন্ত্রী, এমপি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তাদেরকে দ্রুত চিহিৃত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন ন্যাপ বাংলাদেশ’র মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান। আজ বুধবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পাশে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয়’র সামনের প্রধান সড়কে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আজ বুধবার ‘পঞ্চম বাহিনী রুখে দাঁড়াও’ আহ্বান সম্বলিত ব্যানার নিয়ে একটি মিছিল বের করা হয়। সংগঠনের অন্যতম সাংগাঠনিক সম্পদক মোঃ আলমগির হোসেন হেলাল এর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে ন্যাপ বাংলাদেশ’র মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খানসহ আরো বক্তব্য রাখেন ন্যাপ নেতা রেজাউল করিম, আব্দুর রশিদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নেয়াজ আহম্মদ খান দুর্নীতি ও মাদক ব্যবসাকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রধান শত্রু উল্লেখ্য করেন। তিনি বলেন, এদেশের পঞ্চম বাহিনির প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা যাদের ছত্রছাঁয়ায় দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে দেশকে অশান্ত করার চক্রান্ত করছে সে ব্যাপারে দেশবাসিকে সতর্ক থাকাতে হবে। ন্যাপ নেতা দেশের সকল বাহিনীকে বিভিন্ন ধরণের ব্যাবসা পরিচালনা হতে অবিলম্বে সরিয়ে আনতে সরকারের নিকট দাবি জানান।
মিছিল পূর্ব সমাবেশে ন্যাপ বাংলাদেশের নেতৃবৃন্দ সীমান্তে বিএসএফ ও পাহাড়ী জেলাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠিগুলো কর্তৃক বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে হত্যা বন্ধ করার দাবি জানান। নেতৃবৃন্দ দেশবাসিকে প্রতিটি পাড়া-মল্লায় পঞ্চম বাহিনি ও তাদের সহযোগিদের রুখে দাঁড়ানোর আহবান জানান।
সমাবেশে শেষে সংগঠনের মহাসচিব নেয়াজ আহমদ খান এর নেতৃত্বে মিছিল বের হয়ে। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিন করে মিরপুর-১১ এর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
আ. দৈ/ জামান/ সাম্য