রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
আইন-আদালত
হত্যা মামলায় আতিক, পলক, সাদেক খান, সলু রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 22 January, 2025, 7:17 PM  (ভিজিট : 117)

রাজধানীসহ সারাদেশে অমানবিক জুলুম, নির্যাতন এবং আন্দোলনকারীদের নির্বিচারে হত্যা ও হত্যারচেষ্টার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় সাবেক মন্ত্রী,এমপি ও মেয়রসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ঢাকা  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন। 

 বুধবার (২২ জানুয়ারি) ঢাকা সিএমএম আদালতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে পুনরায় ১০দিনের রিমান্ডের আবেদনের শুনানিতে যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, তাঁর মক্কেল পলকে ইতোমধ্যে ৩৪ দিন রিমান্ডে নেওয়া হবে? জবাবে ওই আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। 

 আদালতো হাজির করা হয়, সাবেকমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক  আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল– মামুন, সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, ডিএনসিসির সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ সলু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার, রমনা বিভাগের সাবেক ডিসি জুয়েল রানাকে। এসব  ভিআইপি আসামিদের আদালতের এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তার রিমান্ডের আবেদনের ওপর শুনানি হয়। এরপর আদালত সাবেকমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ সলু ৫দিন এবং ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে  জিজ্ঞাসাবাদের জন্য ৩ রিমান্ড মঞ্জুর করেন।

ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ডিএমপির উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ পর্যায়ে মামলার পুলিশের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আদালতকে বলেন, সাবেক মেয়র আতিকুল ইসলাম এই হত্যার (ফজলুল করিম) নির্দেশদাতা। তাঁর নাম মামলার এজহারে আছে। তখন প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে উত্তরায় স্কুল-কলেজের শিক্ষার্থী সবচেয়ে বেশি নিহত হয়েছেন। উত্তরার জসীমউদ্দীন রোড থেকে আজমপুর পর্যন্ত সড়ক শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছিল। আওয়ামী লীগসহ সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নির্দেশদাতা হলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।

জবাবে আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, ‘আমার মক্কেল কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি একজন ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানের ২২ হাজারের বেশি লোক কর্মরত। তিনি সব সময় শ্রমিকবান্ধব মানুষ। কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে ছিলেন না। তাঁকে হয়রানি করার জন্য একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’ আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে আরও বলেন, ‘আমার মক্কেল অসুস্থ। এ মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক।’উভয় পক্ষের পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদিক খান ও সাবেক কাউন্সিলর সলিম উল্লাহকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানির শুরুতে জুনায়েদ আহ্মেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন আদালতকে বলেন, ‘ইতিমধ্যে আমার মক্কেলের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ড খেটেছেন ৩৪ দিন। রিমান্ড খাটা বাকি আছে ২০ দিন। আবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমার মক্কেলকে আর কত দিন রিমান্ডে নেওয়া হবে?’

ফারজানা ইয়াসমিন আদালতে আরও বলেন, ‘আগেও বহুবার আমার মক্কেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু নতুন কোনো তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি পুলিশ। বরং বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কারণে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়ছেন। আগে রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। যদি আবার জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক। রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।’ প্রধান পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘জুলাই-আগস্টে গণহত্যা হয়েছে। এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আরও কয়েক হাজার মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বহু মানুষ চোখ হারিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হয়ে মানবতার জীবন যাপন করছেন। আর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হলেন জুনাইদ আহ্মেদ পলক। হাসিনার সঙ্গে গণভবনে বসে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন পলক।’

পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন,  রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। প্রতিটি হত্যা মামলায় জুনাইদ আহ্মেদ পলকসহ অন্যদের রিমান্ড চাওয়া হবে। কারণ, প্রতিটি হত্যার ষড়যন্ত্রে রয়েছেন জুনাইদ আহ্মেদ পলক। তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী হলেন এই পলক। বারবার আসামিপক্ষ থেকে বলা হয়, মামলার এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, এজাহারে যা-ই থাকুক, তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হচ্ছে নিবিড়ভাবে তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর তাঁর পিএস মুহিতুল তখন লালবাগ থানায় একটি চার লাইনের জিডি করেছিলেন। ২১ বছর পর ওই চার লাইনের সূত্র ধরে তদন্ত কর্মকর্তা বিস্তৃত তদন্ত করেছেন। পাঁচ হাজার পৃষ্ঠার তদন্ত হয়েছে। এই হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হয়েছে। সুতরাং তদন্তকারী কর্মকর্তার কাজই হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটন করে আদালতকে প্রতিবেদন দেওয়া।

এছাড়াও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদারকে মিরপুর থানার দুটি হত্যা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। হাজারীবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান ও রমনা বিভাগের সাবেক ডিসি জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আ, দৈ./ কাশেম

   বিষয়:   হত্যা মামলা   পলক.সাদেক খান. সলু    আতিক   রিমান্ডে   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
আইন-আদালত- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝