সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে ঘাস কাটা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশে আঘাতের ক্ষতচিহ্নও পেয়েছে পুলিশ।
আজ বুধবার খামারের মাঠের পাশে লাশটি দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে আশুলিয়া থানার এসআই মোহাম্মদ জসিম উদ্দিন জানান।
নিহত মাফুজুর রহমান রাজু (৪৩) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার চইতা গ্রামের আতাহার শিকদারের ছেলে। তিনি সাভারের ওই খামার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে চুক্তিভিত্তিক ঘাস কাটার কাজ করতেন।
স্বজনদের বরাতে এসআই জসিম বলেন, রাজু ওই খামারে চুক্তিভিত্তিক ঘাস কাটার কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুরে খামারে এসে আর ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, পুলিশের কয়েকটি টিম হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে। দ্রুতই আসামি শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
আ. দৈ/ সাম্য