প্রাক-মৌসুমে বছরের প্রথম ম্যাচ খেলতে গত রোববার মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচে মেসির গোলের পরও মেক্সিকোর ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি। পরে অবশ্য টাইব্রেকারে ৩-২ গোলে ঠিকই জয় আদায় করে নেয় মায়ামি। তবে ম্যাচের চেয়েও আলোচনায় এসেছে মাঠের বাইরের একটি ঘটনা।
নেভাদায় অনুষ্ঠিত সেই ম্যাচ চলাকালে মেক্সিকান ক্লাবটির ভক্তরা মেসিকে লক্ষ্য করে দুয়ো দেন। আর সেই দুয়োর প্রতিক্রিয়ায় বেশ স্বভাববিরুদ্ধ আচরণ করতে দেখা যায় বিশ্বকাপজয়ী তারকাকে। মেক্সিকান দর্শকদের দুয়োর জবাবে মেসি আঙুল দিয়ে ইঙ্গিত করেন যে, আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে, আর মেক্সিকো এখন পর্যন্ত একটিও বিশ্বকাপ জিততে পারেনি। মেসির সেই ইঙ্গিতপূর্ণ ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। গোলডটকম
মেসির এমন আচরণের পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই মেসির সমালোচনায় মুখ খুলেছেন মেক্সিকোর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আদোলফো বাউতিস্তা। মেসির ইঙ্গিতপূর্ণ আচরণকে পেশাদারিত্বের অভাব এবং তার শিক্ষাদীক্ষার অভাব বলে উল্লেখ করেছেন বাউতিস্তা।
২০১৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেয়া বাউতিস্তা মেসির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমি তোমাকে খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ করা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকেই দেখিয়ে দেয়।
বাউতিস্তার এই মন্তব্য নিয়েও নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এখন দেখার বিষয়, সাবেক এই মেক্সিকান ফুটবলারের আক্রমণাত্মক মন্তব্যের জবাবে মেসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কি না।
এদিকে, প্রাক-মৌসুম সফরে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে পেরুর ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে। আগামী ৩০ জানুয়ারি পেরুর রাজধানী লিমার স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
আ.দৈ/আরএস