জুলাই মাসে গণ-অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ৩৮ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারী দল এ কার্যক্রম সম্পন্ন করে।
নির্বাচন কমিশনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আহতদের মধ্যে যাদের আঙুল বা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিশেষ নির্দেশনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন।
তথ্য সংগ্রহকারী দল জানিয়েছে, নতুন পরিচয়পত্র ছাড়াও যাদের স্মার্ট কার্ড নেই, হারিয়ে গেছে বা সংশোধন প্রয়োজন, সেসব সেবা তারা প্রদান করছেন।
২০ জানুয়ারি থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়ে নিশ্চিত করছে যে, জুলাই মাসের অভ্যুত্থানে আহতরা যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।
আ. দৈ./ সাধ