সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সারাদেশ
সিরাজগঞ্জে জমির মূল্য পরিশোধ না করে গোপনে রেজিস্ট্রির অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
Publish: Monday, 20 January, 2025, 7:56 PM  (ভিজিট : 78)

 সম্পর্কের জেড়ে সুকৌশলে চাচার কাছ থেকে জমির মূল্য পরিশোধ না করে গোপনে দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গ্রাম্য সালিশী ও প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী। 
সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়নের ব্রক্ষ্মখোলা গ্রামের মৃত আজিজল হকের পুত্র আব্দুর রাজ্জাক ও মো. আবু কালামের পুত্র বাদশা শেখের সাথে এ ঘটনা ঘটেছে। বংশসূত্রে তাঁরা চাচা ভাতিজার সম্পর্ক।

সরজমিনে রোববার (১৯জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী ও স্থানীয়সূত্রে জানা যায়, ২০২৪সালে অর্থের বিশেষ প্রয়োজন হওয়ায় আব্দুর রাজ্জাক আর এস খতিয়ান ২৪৩, ৬৫৪ দাগের ১৩ ডেসিম্যাল জমির ওয়ারিশসূত্রে হিস্যা অনুযায়ী ৪০ হাজার দাম ধরে সাড়ে ২ ডে.মি জায়গা মোট ৯০হাজার টাকা নির্ধারন করে একই গ্রামের ভাতিজা বাদশা শেখের নিকট বিক্রী করার সিদ্ধান্ত হয়। বাদশা সেই খতিয়ান, দাগে জমি ক্রয় ও দলিল লেখনি না করে ২০২৪সালেে ২২ অক্টোবর ৮২০২/২৪ নং বিক্রয় দলিল মূলে ৩৬৪ আর এস খতিয়ানের ৬১৯ দাগের ৬২ শতক ভূমি কাতে পশ্চিমাংশে ৪৮ শতকের কাতে দক্ষিনাংশের ২৪ শতকের পূর্বাংশে ৫শতক জমি তিন লাখ টাকা দাম ধরে বাড়ী এসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জেলা কর্মকর্তার সামনে সব বুঝিয়ে পাওয়ার কথা বলে রেজিস্ট্রি সম্পন্ন করে নেন। 

ওইদিন রাজ্জাক বাড়ী এসে বাদশার কাছে টাকা চাওয়ায় বিভিন্ন সময় টাকা প্রদানে টালবাহানা করতে থাকে বাদশা। লোকজনের জানাজানির এক পর্যায়ে রাজ্জাক সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশী তদন্তে বারবার বৈঠকের সিদ্ধান্ত নিলেও বাদশা অনুপস্থিত থাকেন।  গ্রাম্য শালিসী বৈঠকে উপস্থিত ব্যক্তিদের নিকট টাকা না দিয়ে গোপনে রেজিস্ট্রি করার বিষয়টি সত্যতা উঠে আসে। এক পর্যায়ে ওই বৈঠকে রাজ্জাকের ভাগিনা হাবিবকে টাকা প্রদানের কথা বলা হলেও তাঁকে উপস্থিত করে টাকা না দেওয়ার ব্যাপারে আবারো প্রমানিত হয়। সদর থানার এস আই মানিক ও বারেক ওই শালিসী বৈঠকে টাকা না দেবার বিষয়টি প্রমাণ পেয়ে দ্রুত নিজেদের মধ্যে মিমাংসা করার জন্য সকলকে অনুরোধ করেন। 

আরও জানা যায়, এর আগে চাচাতো ভাই মৃত আব্দুস ছালাম সেখের পুত্র মাসুদের সাথে একই ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৮ এপ্রিল ৩১১৮নং দলিল মূলে আর এস খতিয়ান ৬১১, ৬১৯, ৭০৮ ও ২৪৩নং খতিয়ান থেকে. ০৩৯০ শতক জমি দুই লাখ দশ হাজার টাকায় ক্রয় করেন আবু কালামের পুত্র বাদশা। রেজিস্ট্রি অফিসে গিয়ে স্বাক্ষর নেবার পর বাদশার ভাইয়ের নিকট টাকা রয়েছে বলে সেই টাকা উপস্থিত সকল কার্যক্রম শেষ করে দেওয়ার চুক্তি শেষ পরে নানান টালবাহানা ও টাকা প্রদানে কালক্ষেপন করতে থাকে। পরে বাড়ীতে গিয়ে টাকা দেওয়ার নিশ্চয়তা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন বাদশা।

এভাবে মাসুদের টাকা পরিশোধের সমযসীমা পার হওয়ায় এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে গ্রাম্য সালিশে বৈঠক বসে সত্যতা প্রমান পেয়ে রেজিস্ট্রি খরচ বাবদ ১লাখ ৪৮হাজার টাকা মাসুদের নিকট থেকে বাদশা টাকা নিয়ে জমি ফেরত দিতে বাধ্য হন। এভাবে বাদশার প্রতারণার ফাঁদে অনেকেই নিঃস্ব হয়েছে। বাদশার এই অভিনব কৌঁসল দ্রুত বন্ধ করে প্রশাসনের নিকট জোড়ালো শাস্তি কামনা করেছেন এলাকাবাসী। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর ( এসআই ) মানিক বলেন, অভিযোগ পাওয়ার পর বাদশাকে উপস্থিত করা যায়নি। পরে গ্রাম্য শালিসী উপস্থিতির মাধ্যমে ভুক্তভোগী আব্দুর রাজ্জাককে কৌঁসলে বাড়ি ফিরে টাকার দেবার কথা বলে আর টাকা দেননি এবিষয়ে জানার পর বৈঠকে সকলের সামনে টাকা প্রদানে স্বীকার করেন। কিন্তুু রেজিস্ট্র অফিসে টাকা দিছে কি দেইনি সেটি আমরা বলতে পারবো না। 
এ বিষয়ে বাদশা শেখ বলেন, ৫ শতক জমি ৪০ হাজার টাকা ধরে দুই লাখ দামে আমি তাঁর ভাগ্নে হাবিবের মাধ্যমে দলিল করার আগের দিন সকালে ১ লাখ  ও পরের দিন রেজিস্ট্রি সম্পন্ন করে হাবিবের দোকানে গিয়ে ১লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অপরদিকে ক্রেতা রাজ্জাকের স্ত্রী শাপলা বেগমের ভাষ্য প্রথমে রাজ্জাককে রাতে দেড় লাখ ও রেজিস্ট্রি অফিসে দুই লাখ টাকা নগদ দিয়ে রেজিস্ট্রি করা হয়েছে। টাকা প্রদানে দুইজনের ভাষ্য গড়মিলের বিষয় বাদশাকে জিজ্ঞেস করা হলে তিনি সদূত্তর দিতে পারেনি। 

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক এর কাছ থেকে মৌখিক ও লিখিত অভিযোগ পেয়েছি।  সমাজের অসহায় দরিদ্র গরীব মানুষ যেন সঠিক বিচার পায় সে বিষয়ে কাজ করছি। তবে রাজ্জাকের জমি বিক্রয় বাবদ বাদশা শেখ টাকা দেননি বলে একাধিকসূত্রে জানতে পেরেছি। 

আ, দৈ. /কাশে/ নজরুল 
   বিষয়:  সিরাজগঞ্জ   জমির মূল্য   পরিশোধ   গোপন   রেজিস্ট্রি   অভিযোগ  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝