বেশ জমকালো আয়োজনের মাধ্যমে দেশের একটি নামিদামি প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই কয়েক বছর আগে বড়পর্দায় অভিষেক হয়েছিল ফারিন খানের। জাজের ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি, তখন দশম শ্রেণীতে পড়তেন ফারিন! ছবি মুক্তির পর তিনি বুঝতে পারলেন নিজের অভিনয়ে দুর্বলতা আছে।
এরপর বিরতি নেন কিছুদিনের। অনুধাবন করেন পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে হলে তাকে অভিনয় শিখতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। এ কারণে সিনেমা ছেড়ে নাটকে অভিনয় শুরু করেছেন ফারিন খান।
বিরতি কাটিয়ে কাজ শুরু করেন নাটকে। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল’ নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যে আবার উকি দিচ্ছেন ওটিটির পর্দায়ও।
নাটকের ক্যারিয়ারয়ে ফারিন কাজ করেছেন আলোচিত অভিনেতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীকে দেখা গেল দেশ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে।
নতুন বছরের শুরুতেই ‘মনের মাঝে তুমি’ নাটক দিয়ে বাজিমাত করলেন ফারিন। গেল ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তি পায় নাটকটি। আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
মুক্তির পর থেকেই দর্শকদের মনে ঝড় তুলেছে ফারিন-ফারহানের ‘মনের মাঝে তুমি’। তাদের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নাটকপ্রেমীরা। গত ১৭ জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির পর মাত্র ২১ ঘণ্টার ব্যবধানে ২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শুধু তাই নয় দুই দিনে প্রায় ২৪ লক্ষ মানুষ দেখেছে নাটকটি। প্রকাশের একদিনের মাথায় প্রায় দুই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শুধু তাই নয়, এ নাটকে ভালোই মজেছেন দর্শক। ইতিবাচক হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স।
নতুন এই নাটকটি নিয়ে অভিনেত্রী ফারিণ খান বলেন, সাধারণ গল্পটাকেই অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেয়ার। খুব ভালো লাগছে দর্শকদের এমন সাড়া পেয়ে।
আ. দৈ./আরএস