কক্সবাজার জেলা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কার্যকরী পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টী পরিমল শর্মাকে সংবর্ধনা দেওয়া হয় শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টায় কক্সবাজার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে। প্রধান অতিথি ট্রাস্টী পরিমল শর্মা তার বক্তব্যে বলেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। তিনি বলেন সনাতনি সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন এখন সময় এসেছে মনখুলে কথা বলার এখন সময় এসেছে অধিকার আদায়ের। বিগত সরকার আমাদের ব্যবহার করেছে। বিনিময়ে আমরা পেয়েছি অবহেলা বঞ্চনা।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কক্সবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মা। তিনি তার বক্তব্যে দিতে গিয়ে বলেন ২০০৬ সালে কক্সবাজার সদরের শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরের কার্যক্রম শুরু হলেও মূল মন্দির এখনো টিনসেট রয়ে গেছে। সরকারি ভাবে কোন সহযোগিতা না পাওয়ায় মন্দিরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মন্দিরে আগত ভক্তদের জন্য মনোরম পরিবেশ ও দর্শনীয় মন্দির নির্মাণের জন্য ট্রাস্টীকে অনুরোধ করেন।
এছাড়াও তিনি আরো বলেন জেলার মন্দির গুলো পরিদর্শন করে যে মন্দির অবহেলিত, অর্থের অভাবে কার্যক্রম স্থগিত সেই সব মন্দিরের জন্য প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাবেক মেয়র বাবু রাজবিহারী দাস। কক্সবাজার লোকনাথ সেবাশ্রমর সভাপতি কমল হরিদাস, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী, অর্থ সম্পাদক শিমুল পাল, কাজল পাল ভগিরাত দে, মাস্টার সমীরণ চন্দ্র দে সহ ভক্তবৃন্দগণ।
আ, দৈ./ কাশেম/ প্রদীপ