সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গনপতি রায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ফিরোজ আহমেদ ও ইয়ামিন এবং রানারআপ দলের খেলোয়াড় শুভ ও রাসেলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুফ আফজাল রাজন,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ হাফিজুল ইসলাম,মো আলামিন সেখ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
এর আগে সকালে একই স্থানে জেলার নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে এই আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয়। প্রধান উপদেষ্টার অফিসের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রানালয় আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন খেলাধূলা গত শুক্রবার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী দিনের আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টেও উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ন এবং সদর উপজেলা রানারআপ হয়।
আ, দৈ./ কাশেম/ নজরুল