সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
অর্থ-বাণিজ্য
ছুটির দিনে লোকে লোকারণ্য বাণিজ্য মেলা
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 17 January, 2025, 6:30 PM  (ভিজিট : 245)

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মাসব্যাপী আয়োজিত বাণিজ্যমেলা শুরুর পর আজ তৃতীয় শুক্রবার ছুটির দিন উপলক্ষে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীদের আগমন শুরু হয়।

ছুটির দিন হওয়াতে আশপাশের জেলা থেকেও প্রচুর লোক ভিড় জমিয়েছেন মেলায়। এতে বিক্রি বেড়েছে স্টলগুলোতে।

বিগত দিনের তুলনায় ছুটির দিনে বেচা-বিক্রি বেশি হবে বলে আশা করছেন বিক্রেতারা। যদিও ক্রেতারা বলছেন, বেশিরভাগ নন ব্রান্ডের স্টলগুলোতে মাত্রাতিরিক্ত দাম রাখা হচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সরেজমিনে বাণিজ্য মেলা ঘুরে দর্শনার্থী এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

বাণিজ্য মেলার ১৭ম দিনে সকাল থেকেই মেলার প্রধান প্রবেশদ্বারে দীর্ঘ লাইন দেখা গেছে। টিকিট কেটে ভেতরে প্রবেশের পর দেখা গেছে লোকে লোকারণ্য। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ বা এসেছেন বন্ধু-বান্ধবদের নিয়ে। অনেকে একাই এসেছেন পরখ করে নিতে। পরে সুবিধাজনক সময়ে পরিকল্পনা নিয়ে সপরিবারে আসবেন বলে।

তবে আগত দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই মেলা প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাতে দেখা গেছে। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন এবং কেনাকাটা করছেন।

এদিন বাণিজ্য মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। গৃহস্থালির সামগ্রী, পোশাক, ইলেকট্রনিক জিনিসপত্রসহ প্রায় সবকিছুতেই ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।  

মেলায় আসা দর্শনার্থীরা জানান, বিভিন্ন পণ্য একসঙ্গে দেখার ও কেনার সুযোগ পেয়ে তারা খুশি। ছুটির দিন থাকায় আজ অধিকাংশ দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছেন। মেলায় ঘুরে দেখা ও কেনাকাটা করার জন্য তারা বেশ আনন্দিত।  

মেলায় উপচে পড়া ভিড়

মেলায় উপচে পড়া ভিড়

পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর গুলশান  থেকে ব্যক্তিগত গাড়িতে করে বাণিজ্য মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার মো. রিয়াজ হোসেন।তিনি এ প্রতিবেদককে জানান এর আগেও পূর্বাচলে আয়োজিত বাণিজ্য মেলায় এসেছি। এবারের মেলায় অনেক নতুনত্ব যোগ করা হয়েছে মানুষের প্রচুর চাপের কারণে রাস্তায়  কিছুটা জ্যাম ছিল। তবে ওভারঅল ঘুরে মনে হয়েছে আগের তুলনায় এবারের বাণিজ্য মেলার আয়োজন ভালো করা হয়েছে।

অন্যদিকে, বিক্রেতারাও আজকের ভিড়ে বেশ খুশি। তাদের মতে, ছুটির দিনের কারণে আজ ক্রেতাদের ভিড় বেশি। বিক্রেতারা জানান, আজ তাদের বিক্রিও বেশ ভালো হচ্ছে।  

মেলায় কথা হয় সেভওয়ে আইস্ক্রিমের বিক্রয় প্রতিনিধির সঙ্গে। তিনি বলেন, মেলা শুরুর প্রথম দিকে শীত ছিল বেশি। তাই শুরুর দিকে তেমন একটা দর্শনার্থী হয়নি। বিক্রিও কম হয়েছে তবে আজকে শুক্রবার বন্ধের দিন উপলক্ষে দর্শনার্থী অনেক বেশি দেখা যাচ্ছে বিক্রিও বেশি।

মেলায় নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেলা প্রাঙ্গণে মোতায়েন রয়েছেন।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

এ বছর মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও।


আ.দৈ/এআর

   বিষয়:  বাণিজ্য মেলা   পূর্বাচল   চীন মৈত্রী এক্সিবিশন সেন্টার   ভিড়   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝