রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবারদিবা গত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শওকত হোসেন কানন ও নাজমুল হুদা রিন্টু। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাসা রাজধানীর হাজারীবাগে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার গণমাধ্যমকে বলেন, কানন ও রিন্টু একটি জিপ গাড়ির যাত্রী ছিলেন। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। রাত দুইটার দিকে গাড়িটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে এসে মহাখালী ফ্লাইওভারে ওঠে। ওঠার পর ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগে। পরে গাড়িতে আগুন ধরে যায়। এতে দু’জন দগ্ধ হয়ে মারা যান। দুর্ঘটনার পর চালকের খবর পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আ. দৈ./কাশেম