জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, অন্যায় ও অনিয়ম প্রতিরোধে প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়দের নিয়ে গ্রুপ গঠন করা হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, গত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় নানা বৈষম্যের শিকার হয়েছে। উন্নয়ন হয়েছে সামান্য কিছু রাস্তার, কিন্তু শিল্পকারখানা গড়ে ওঠেনি। তিনি প্রতিশ্রুতি দেন, পঞ্চগড়ের জনগণের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সমাজে অনেক বিত্তবান এবং গার্মেন্টস মালিক রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ ও সদিচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।