রাজধানীর পুরান ঢাকায় হাজারীবাগ ট্যানারি কাঁচাবাজারে একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্যানারির গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে । তবে টানা ৩ ঘণ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তাপে ভবনের জানালার কাচ ভেঙে পড়তে দেখা গেছে। গণমাধ্ফাযমকে য়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন।
তিনি আরো জানান, সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার ফাইটাররা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আ. দৈ. /কাশেম