বাংলাদেশের রিজার্ভ ২ হাজার ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিজস্ব গণনা পদ্ধতিতে (১৫ জানুয়ারি সবশেষ হিসাবে) বর্তমানের বাংলাদেশের রিজার্ভ আছে ২ হাজার ১২ বিলিয়ন মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গেলে সপ্তাহে বিদায়ী ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বর সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল বাবদ ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ হিসাব অনুযায়ী কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে। তার আগে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এখন সর্বকালের শীর্ষ চূড়ায় রয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ১৯৩ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
আ.দৈ/এআর