দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে পৌঁছেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানিয়েছেন, ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজায় ক্ষমতায় আসে হামাস। এরপর থেকে তারা প্রায় ১৯ বছর ধরে গাজার নিয়ন্ত্রণে আছে। তবে সাম্প্রতিক সংঘাতের পর প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির পরে গাজার নেতৃত্ব কার হাতে থাকবে?
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির পর আর গাজার নির্বাহী দায়িত্বে থাকতে চায় না। একটি সূত্র বলছে, হামাস গাজা শাসনের দায়িত্ব অন্য কোনো ফিলিস্তিনি দল বা গোষ্ঠীর কাছে হস্তান্তর করতে প্রস্তুত।
ফিলিস্তিনি বিশ্লেষক ইয়াসির আবু হেইনের মতে, হামাস স্থায়ী যুদ্ধবিরতির পরে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চায় এবং জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়। ফিলিস্তিনি নেতাদের মতে, গাজার জনগণ যাদের চায়, তারাই শাসন করবে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, যুদ্ধোত্তর গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।