২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। এই আসরকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে চোট থেকে সেরে উঠতে পারলেই কেবল সেখানে অংশ নেওয়া সম্ভব হবে তার জন্য। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও ডি সুজা মনে করেন, নেইমার না থাকলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না।
এক পডকাস্টে রোমারিও বলেন, ‘যদি নেইমার ফিট থাকে, তবে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। ১৯৬২ সালে গারিঞ্চা, ১৯৭০ সালে পেলে, ১৯৯৪ সালে আমি, আর ২০০২ সালে রোনালদোর জন্য ব্রাজিল খেলেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তাহলে বিশ্বকাপ জেতা কঠিন হবে।’
নেইমার তখন ৩৪ বছর বয়সী হবেন, যা তাকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের মুখোমুখি দাঁড় করাবে। তিনি সম্প্রতি সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি ২০২৬ বিশ্বকাপে থাকতে চেষ্টা করব। এটাই আমার শেষ সুযোগ। সেখানে খেলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
তবে এর আগে ব্রাজিলকে বাছাইপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করতে হবে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে দারুণ উত্থান-পতন দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ দরিভাল জুনিয়রের অধীনে এখনও তারা কাঙ্ক্ষিত ছন্দে ফিরতে পারেনি। ১৪ ম্যাচে ৬ জয়, ২ হার ও ৭ ড্র নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
লাতিন অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে-অফে খেলবে। ব্রাজিলের জন্য শীর্ষ ছয়ে অবস্থান টিকিয়ে রাখাটা সম্ভব হলেও, তা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য মানানসই হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।