নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বুধবার রাতে হামলাকারীরা ৬ বার ছুরিকাঘাত করে নায়ককে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। ইতোমধ্যে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে; এরপর তাকে নেয়া হয়েছে আইসিইউতে।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ শিরদাঁড়ার বেশ আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার অবস্থা স্থিতিশীল এবং সুস্থ আছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
সাইফের চিকিৎসক নীরজ উত্তমণির বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তিনি সুস্থতার পথে। অপারেশন শেষ, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসক এও জানিয়েছেন, হয়ত দুই-একদিনের মধ্যে সাইফকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে। ইনজুরি গভীর ছিল, কিন্তু আমাদের দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সাইফের সহযোগী দলের সদস্যরা এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপদ মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আ.দৈ/এআর