বলিউডে অভিষেক হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নতুন তারকা আহান পান্ডে। যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রুপালি পর্দায় ঝড় তুলেছেন এই নবাগত। আর এই আলোচনার মাঝেই ফের সামনে এসেছে তার পুরনো প্রেমের গুঞ্জন—বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে সম্পর্ক!
আহান পান্ডে, যিনি চাঙ্কি পান্ডের ভাতিজা এবং অনন্যা পান্ডের চাচাতো ভাই, ক্যারিয়ারের শুরুতেই নজর কেড়েছেন দর্শকদের। কিন্তু তার অভিনয়ের প্রশংসার পাশাপাশি প্রেমজীবন নিয়েও চর্চা থেমে নেই। এক সময়ের কিছু ভিডিও ও স্থিরচিত্র আবারও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়—যেখানে সুহানা খানের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে।
বলিউড লাইফ এক প্রতিবেদনে দাবি করেছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুহানার মন জয় করেছিলেন আহান। তবে সেই সম্পর্ক গাঢ় হওয়ার আগেই সুহানার জীবন থেকে সরে দাঁড়াতে হয় তাকে। গুঞ্জন বলছে—অগস্ত্য নন্দার আগমনে ছন্দপতন ঘটে আহান-সুহানার সম্পর্কের।
তবে শুধু সুহানা নন, আহানের নাম জড়িয়েছে আরও একাধিক তারকার সঙ্গেও। পুরনো একটি ছবিতে দেখা যায় অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে রয়েছেন আহান। যদিও তাদের প্রেম নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই, তবে নেটিজেনদের একাংশ এখনো ধরে নেয় তারা এক সময় সম্পর্কে ছিলেন।
‘সাইয়ারা’ মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন আহান—এবার অভিনেত্রী শ্রুতি চৌহান এর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির একটি পোস্ট ঘিরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চরমে। অনেকেই বলছেন, এখনকার প্রেমিকা শ্রুতিই।
আহান পান্ডে বাবা-মা চিক্কি ও ডিয়ান পান্ডের সন্তান। তার মা ডিয়ান একজন সুপরিচিত ফিটনেস প্রশিক্ষক এবং বোন আলানা একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া তারকা। তবে পারিবারিক পরিচয় ছাপিয়ে এখন তিনি বলিউডের উঠতি তারকা হিসেবে নিজের জায়গা পাকা করতে শুরু করেছেন।