দখলদার ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ঘোষিত হওয়ার পরই ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইসরাইলি মিডিয়ার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই বিস্ফোরণ ঘটে। ইসরাইলি বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর রকেট হামলার ফলে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আ. দৈ./ সাধ