মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে প্রশাসনের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেছেন। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে তিনি চাকরির সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মহামারি থেকে পুনরুদ্ধার এবং দেশের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
বাইডেন বলেন, "আমরা যা করেছি তার পূর্ণ প্রভাব বুঝতে সময় লাগবে, তবে আমরা বীজ বপন করেছি, যা আগামী দশকগুলোতে বৃদ্ধি পাবে।" তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো বাধা সৃষ্টি করছে।
তিনি সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন, বিশেষ করে মেটা, যা স্বাধীন তথ্য যাচাইকারীদের কার্যক্রম বন্ধ করেছে। এআই-এর সম্ভাবনার কথা উল্লেখ করলেও তিনি এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই রূপান্তরমূলক প্রযুক্তিতে চীনের উপর নেতৃত্ব নিতে হবে।
বাইডেন আমেরিকায় সম্পদ, ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রীকরণ সম্পর্কে সতর্ক করে বলেন, "অলিগার্কি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।" তিনি ধনী প্রযুক্তি উদ্যোক্তাদের প্রতি ইঙ্গিত করেন, যারা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন।
বাইডেন আমেরিকানদের উদ্দেশে বলেন, "আপনারা দেশের রক্ষাকবচ হোন, আগুনের শিখা প্রজ্জ্বলিত রাখুন।" তিনি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন এবং এই চুক্তিকে তার কূটনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন।
বাইডেনের বিদায়ী ভাষণটি আসে তার প্রশাসনের শেষ সময়ে, যেখানে তিনি তার অর্জনগুলো তুলে ধরেন এবং আমেরিকার জন্য নতুন দিকনির্দেশনা প্রদান করেন।