আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।এই মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও ১ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের শিক্ষাভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইভান তাহসিব (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির মারুক হাসান (২০), ঢাকা কলেজের তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিয়ের ছাত্র পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচার সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী।
পথচারী মো. বাবুল (৪৮)। আহতদের আজ দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদেরকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, ‘গতকাল আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে
আদিবাসীদের পক্ষে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে রাজু ভাস্কর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ আমাদের বিক্ষোভ মিছিলের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে ৬ শিক্ষার্থী ও এক পথচারী আহত হয়েছে। ’
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা গুরুতর নয়।
আ. দৈ./আরএস