যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো বিঘ্ন ঘটবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন, অর্থাৎ ২০ জানুয়ারি, পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল নয়। নতুন সরকার এলে কিছু মতামত থাকতে পারে, যা আমরা বিবেচনায় নেব। তবে আমি মনে করি, সরকার পরিবর্তনের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হবে না। সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে।"
তিনি আরও বলেন, "সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া, যেখানে পারস্পরিক স্বার্থ এবং চাওয়া-পাওয়ার সমন্বয় ঘটে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।"
ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, "এই তিনটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারসাম্য বজায় রেখে সম্পর্ক রক্ষা করব এবং কারো অসন্তোষ সৃষ্টি করব না। তবে, আমাদের স্বার্থ রক্ষা করে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।"
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা ২০ জানুয়ারি চীন সফরে যাবেন এবং ২৪ জানুয়ারি দেশে ফিরবেন।
আ. দৈ./ সাধ