নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে পান্থ নাথ রাহুল (৩৯) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার অপরাজিতা ভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত পান্থ নাথ রাহুল ওই এলাকার সুকুমার নাথের ছেলে। সে জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে শহরের বিভিন্ন স্থানে অভিযা পরিচালনা করেন। অভিযানকালে পৌরসভার মাস্টারপাড়া এলাকার অপরাজিতা মঞ্জিল নামের একটি বাসার তৃতীয় তলা থেকে যুবলীগ নেতা পান্থকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে। অস্ত্র উদ্ধারে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।
আ. দৈ./কাশেম /সাদ্দাম