পটুয়াখালীর বাউফল উপজেলার শীতার্ত ৫৫০ জন বয়স্ক ব্যাক্তি, এতিম শিশু এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার কালাইয়া বন্দরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসসি কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। আইএফআইসি ব্যাংক, বেসরকারি উন্নয়ন সংস্থা ডিসিআই ও আরএসসি যৌথভাবে এই কম্বল বিতরণ করে।
চলমান শৈত্য প্রবাহের সময়ে কম্বল পেয়ে দুঃস্থ মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৬৫ বছর বয়সী বৃদ্ধা মনুজা বেগম বলেন “আমার কম্বল কেনার মতো টাকা নাই। ঠান্ডায় অনেক কষ্ট হয়। কম্বলটা পেয়ে আমি খুব খুশি। আমাদের গরিবের কথা ভাবছেন সেজন্য আপনাদের দোয়া করি।"
অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. এহসান হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানে বলেন, বেসরকারি সংস্থা ডিসিআই ও আরএসসি যৌথভাবে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকব। এই মহৎ উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য আমরা আইএফআইসি ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মো.আব্দুর রহমান ইসলাম, কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহীউদ্দিন ও আরএসসি’র এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম রেহক প্রমুখ।
আ. দৈ. /কাশেম/নাজিম