সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সারাদেশ
মোংলায় মাছের ঘের দখল
বাগেরহাট প্রতিবেদক
Publish: Monday, 13 January, 2025, 8:05 PM  (ভিজিট : 71)
ছবিঃ প্রতিবেদকের ধারণকৃত

ছবিঃ প্রতিবেদকের ধারণকৃত

বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আবাসন সংলগ্ন পাকখালী এলাকায় ৮০একরের একটি চিংড়ি মাছের ঘের এক দল সশস্ত্র সন্ত্রাসীরা জবর দখল করে নেযার অভিযোগ উঠেছে। মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী শেখ আঃ সালাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর এস,এম জিহাদুজ্জামানের যৌথ মালিকানাধীন এ মাছের ঘেরে মোটর সাইকেল যোগে সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়ে ঘেরটি জবর দখল করে নেয়। 

এ সময় দখলে বাঁধা দিলে দখলকারী ক্যাডাররা চৌকিদারদের গালিগালাজ ও মারপিট করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে ঘের থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশে অভিযোগ দেওয়া হলেও ঘেরটি ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়নি।

এলাকাবাসী, ভূক্তভোগী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আঃ সালাম জমির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিতভাবে হারির (ইজারা) টাকা পরিশোধ করে ওই জমিতে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ করে আসছেন। এরপর ২০১৭ সালে শেখ আঃ সালাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর এস,এম জিহাদুজ্জামান যৌথ মালিকানায় ওই জমিতে মাছের চাষাবাদ করে আসছেন। সর্বশেষ জমির মালিকদের কাছ থেকে আগামি ২০২৭সাল পর্যন্ত ওই ঘেরের লিজ নেওয়া হয়। চলতি মৌসুমে ঘেরে চাষের জন্য ডিসেম্বর ও জানুয়ারী মাসে কয়েক দফায় কয়েক লাখাধিক টাকার বাগদা, গলদা, চিংড়িসহ বিভিন্ন মাছের পোনা ছাড়া হয়।

এদিকে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ চিংড়ি ঘেরটির উপর কথিত যুবদল নাম ব্যবহারকারী একটি মহলের লোলুপ দৃষ্টি পড়ে। তারা বিভিন্ন মাধ্যমে ঘেরটি জবর দখলের কয়েকবার ব্যর্থ চেষ্টা চালায়। সর্বশেষ প্রয়াত মোংলা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ফকির আব্দুস সালামের ছেলে পৌর যুবদল নেতা মোঃ সুমন ফকির ও তার সহযোগী সোহাগ শেখের নেতৃত্বে যুবদল নামধারী ১৪/১৫জনের সশস্ত্র ক্যাডার বাহিনী মোটর সাইকেলে মহড়া দিয়ে ওই ঘেরটি জবর দখল করে তাদের নিয়ন্ত্রণে নেয়। 

এ ব্যাপারে অভিযুক্ত  সুমন ফকির বলেন, ওই ঘেরে তার প্রয়াত পিতা ও স্বজনদের বেশ কিছু জমি রয়েছে। তারা তাদের জমিতে ঘের করতে গিয়েছিলেন। 
 
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ের বিরোধ দেখা পুলিশের কাজ নয়। 

পুলিশের (মোংলা-রামপাল) সার্কেলের এএসপি মুশফিকুর রহমান তুষার বলেন, এ ব্যাপারে থানায় দেয়া অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে এবং তদন্ত করে দেখছে ঘেরটি আসল মালিক কে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

আ. দৈ/ মনিরুল ইসলাম দুলু/ সাম্য/এমআই

   বিষয়:  বাগেরহাট   মোংলা   সশস্ত্র ক্যাডার     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝