ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কয়লাবাহী ট্রাক উল্টে জামাল হোসেন(২৮) নামে এক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চালক জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ীয়া পৌর সভার খালপাড় এলাকায় ভৈরব থেকে কয়লা বোঝাই একটি ট্রাক হিরা ব্রিকস নামক ইটভাটায় কয়লা নিয়ে আসে। গাড়ি ভাটায় প্রবেশ করার সময় ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে চালক ও তার সহযোগী আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে মৃত উদ্ধার করেন।
ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন,আমরা ২ জন কে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে দীর্ঘ প্রচেষ্টায় ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা ফায়ার সার্ভিসের যৌথ টিম মিলে গাড়ির কেবিন কেটে ড্রাইভার কে মৃত উদ্ধার করতে সক্ষম হয়েছি।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, নিহতের পরিবার লাশ নিয়ে গেছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।
আ. দৈ./ কাশেম /এনায়েত