মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার ( ১২ই জানুয়ারি ) মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোয়ালকোমান দে ভাজকেজ পালারেস থেকে আট কিলোমিটার দূরে। পৌরসভাটির জনসংখ্যা প্রায় ২০ হাজার এবং এটি মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ৮৬.২ কিলোমিটার গভীরে আঘাত হানে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, জাতীয় জরুরি পরিষেবা সংস্থা কোনো বড় বিপর্যয়ের তথ্য পায়নি এবং কোয়ালকোমানে জরুরি প্রটোকল চালু করা হয়েছে।
মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ভূমিকম্পের ঝুঁকি বেশি। ১৯৮৫ সালে ৮.১ মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি হয়। এরপর ২০১৭ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩৬৯ জন নিহত হয়। ২০২২ সালে একই দিনে আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যখন মানুষ ভূমিকম্প নিরাপত্তা মহড়ায় অংশ নিচ্ছিল।
সূত্র: এএফপি
আ. দৈ./ সাধ