চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণার জন্য নির্ধারিত সময়সীমা আগামীকাল শেষ হতে যাচ্ছে। তাই আগামীকালকের মধ্যে দলগুলোকে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ঘোষণার পরও এক মাসের মধ্যে অদলবদল করার সুযোগ থাকবে। আইসিসি আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে।
ইতোমধ্যে ইংল্যান্ড তাদের প্রাথমিক দল ঘোষণা করেছে। আজ ও আগামীকাল বাকি দলগুলোও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারতের প্রাথমিক দল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। বিসিসিআই আইসিসির কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারে বলে জানানো হয়েছে।
সময়মতো দল ঘোষণা করতে না পারার কারণ হিসেবে বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যস্ততাকে উল্লেখ করতে পারে বিসিসিআই, যা গত ৫ জানুয়ারি সিডনি টেস্টের মাধ্যমে শেষ হয়েছে। এছাড়াও, মোহাম্মদ শামির ফিটনেস পরীক্ষা করতে চায় ভারতের নির্বাচক কমিটি।
শামি চোটের কারণে ২০২৩ বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন। সম্প্রতি তিনি রঞ্জি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে দলে রাখতে আগ্রহী নির্বাচকরা।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারত আগামী ১৮ বা ১৯ জানুয়ারির মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, যেখানে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানে না গিয়ে আরব আমিরাতে খেলবে। গ্রুপ পর্বে ভারত বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।
আ. দৈ./ সাধ