ব্যস্ত ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ব্রণের সমস্যা এখন বেশ সাধারণ হয়ে উঠেছে। তৈলাক্ত ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা এবং অতিরিক্ত অ্যালকোহল ও সিগারেট খাওয়ার কারণে ত্বকে উপস্থিত ছিদ্রের সমস্যা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে ব্রণের সমস্যা দূর করতে গোলাপজল ব্যবহার করা খুবই উপকারী। ত্বক পরিষ্কার করার পাশাপাশি এটি এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সংক্রমণও দূর করে।
এটি ত্বকে উপস্থিত ধুলাবালি ও অন্যান্য অমেধ্য পরিষ্কার করতে কাজ করে। এ ছাড়া নিয়মিত গোলাপজল ব্যবহার করলে তা ত্বককে টানটান করে।
যেভাবে গোলাপজল ব্যবহার করবেন
কমলালেবুর খোসা ও গোলাপজল: কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই পাউডার গোলাপজলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এবার এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। কমলার খোসার গুঁড়ো ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করা হয়। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা ব্রণের সমস্যা দূর করতে সহায়ক।
চন্দন গুঁড়ো ও গোলাপজল: চন্দন পাউডারের সঙ্গে গোলাপজল মিশিয়ে লাগালে শুধু মুখ উজ্জ্বল হয় না, ব্রণের সমস্যাও দূর হয়। চন্দন পাউডারে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যার কারণে ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
মুলতানি মাটি ও গোলাপজল: বহু শতাব্দী ধরে মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে ত্বককে উজ্জ্বল করতে। গোলাপজলের সঙ্গে মিশিয়ে লাগালে শুধু ত্বকের উন্নতি হয় না, ত্বক সংক্রান্ত অনেক সমস্যাও দূর হয়।
আদা ও গোলাপজল: আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়।
এটি ব্রণের সমস্যার জন্য খুবই কার্যকরী একটি সমাধান। ব্রণের সমস্যা দূর করতে এবং ভবিষ্যতে তা প্রতিরোধ করতে এই মিশ্রণটি ব্যবহার করা খুবই উপকারী।
সূত্র : ইটিভি
আ.দৈ/এআর