মেয়েদের শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে ফিরেছেন মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে তিনি অনুভূতিতে অভিভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন। শনিবার এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে নারীশিক্ষার পক্ষে কথা বলার জন্য তালেবানের আক্রমণের শিকার হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন মালালা। সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাকে ব্রিটেনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে তিনি মালালা ফান্ড প্রতিষ্ঠা করেন এবং ২০২০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর মালালা জাতিসংঘের শান্তির দূত হিসেবে নিযুক্ত হন। শনিবার ইসলামাবাদের সম্মেলনে মালালা বলেন, “পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত।”
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা খাতের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। তবে আফগানিস্তান এই সম্মেলন প্রত্যাখ্যান করেছে, যেখানে মেয়েদের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উদ্বোধনী ভাষণে বলেন, মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, “মেয়েদের শিক্ষার অধিকার অস্বীকার করা তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ বন্ধ করে দেওয়া।”
আ. দৈ./ সাধ