মাদারীপুরের কালকিনিতে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) রাত ৮ টায় সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে রক্তাক্ত জুলাই ও সাহেবরামপুর একাদশ দলের মধ্যকার মাসব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথমে সাহেবরামপুর একাদশ ৮ ওভারে ১১৫ রানের বিপরীতে রক্তাক্ত জুলাই ৭ ওভারে ১১৫ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান। চ্যাম্পিয়ান দল কে ১টি ওয়ালটন ব্রান্ডের ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি ওয়াশিং মেশিন প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। করোনার চেয়ে অত্যান্ত ভয়াবহ মাদক, তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, জেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড অলিলুর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী সহ ক্রীড়ামোদী হাজারো দর্শক।
এদিকে খেলা দেখার জন্য হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকে মাছ ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। এসময় প্রাণের স্পন্দন ঘটতে দেখা যায়। এছাড়া চোখ ধাধানো আতশবাতি প্রদর্শন করা হয়।
আ.দৈ./ কাশেম/ চায়না