শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফ্রান্সকে সতর্ক করে বলেন, সিরিয়া থেকে তাদের ‘জঙ্গি নাগরিকদের’ ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, আঙ্কারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ফিদান আরও জানান, সেখানে যুক্তরাষ্ট্রই একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
হাকান ফিদান বলেন, বাশার আসাদের পতনের পর তুরস্কের মূল লক্ষ্য হলো সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা। কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) তুরস্কের শত্রু হিসেবে বিবেচিত, যদিও যুক্তরাষ্ট্র তাদের আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিয়ে আসছে।
তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত মনে করে, যেটি দীর্ঘদিন ধরে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছে। ফলে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে এ নিয়ে মতবিরোধ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, “আমাদের মূল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। আমরা সেই দেশগুলিকে গুরুত্ব দিই না যারা যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থেকে সিরিয়ায় নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করে।”
উত্তর-পূর্ব সিরিয়ায় ফরাসি-মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ফ্রান্সের উচিত তাদের জঙ্গি নাগরিকদের ফিরিয়ে নেওয়া এবং নিজ দেশের কারাগারে তাদের বিচার করা।