শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়টি স্বীকার করেছে ভারত- জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, এখন ভারতের উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভিসা এক্সটেনশন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বিষয়ে রফিকুল আলম জানান, যদি কারো পাসপোর্ট বাতিল করা হয়, তাহলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশকে জানিয়ে দেয়। পাসপোর্ট বাতিল হলে ভিসা ইস্যু করা সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।
জুলাই মাসের আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রদানের বিষয়ে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে, এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।
আ.দৈ/এআর