শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
আইন-আদালত
সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 8 January, 2025, 6:29 PM  (ভিজিট : 37)

আওয়ামী লীগ সভাপতি ও ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত প্রভাবশালী পুলিশের প্রধান সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

 বুধবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এ আদেশ জারি করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জার দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করেছেন। তিনি বিবরণীতে ১৬ কোটি এক লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। যাহা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অপরাধ করেছেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী জিশান মির্জাকে এসব অপরাধে প্রত্যক্ষভাবে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন । দুদকের তদন্তে এসব অপরাধ প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  এখন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

দুদকের আবেদনে আরো উল্লেখ করা হয়েছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীর  ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজান ৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। যাহাা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় সুস্পষ্ট অপলাধ। ওই সম্পদ অর্জনে বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ ও র‍্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাহসিন রাইসাকে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করেছেন। যাহা দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
 
আ. দৈ. /কাশেম
   বিষয়:  দুদক   সাবেক আইজিপি বেনজী   স্ত্রী -ছোট মেয়ে    আয়কর নথি জব্দ   আদালত।  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
রজব মাসের ফজিলত ও আমল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
আইন-আদালত- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝