বিপিএলে টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে এগিয়ে চলেছে রংপুর রাইডার্স। এই সাফল্যের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছেন পেসার নাহিদ রানা। তাসকিন আহমেদের পর খুশদিল শাহর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে নাহিদ রংপুরের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ দলে এমন অনেক পেসার আছেন যারা ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরে খেলার বাইরে। তবে নাহিদ রানার এই ব্যাপারে ভিন্ন মনোভাব। তিনি মনে করেন, খেলাধুলায় চোট আঘাত আসতেই পারে এবং নিজের ফিটনেস মেইনটেইনের দায়িত্বও নিজেই পালন করছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নাহিদের পারফর্মেন্স ছিল অসাধারণ। তিন ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ফলে পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে। ম্যাচ শেষে ইনজুরি নিয়ে শঙ্কা প্রকাশ করা হলেও নাহিদ এতে বিশেষ গুরুত্ব দেননি।
নাহিদ সংবাদ সম্মেলনে বলেন, “যুদ্ধে নামলে গুলি খেতে হয়, তেমনি ক্রিকেট খেলতে আসলে ইনজুরিও আসবে। ফিটনেস মেইনটেইন করার চেষ্টা করছি, বিসিবির দেওয়া শিডিউল মেনে কাজ করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।”
টানা ম্যাচ খেলার প্রসঙ্গে নাহিদ জানান, জাতীয় দলের ফিজিও বায়েজীদ ভাই ও রংপুর দলের সজীব ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিসিবির নির্দেশনা মেনে ফিটনেস মেইনটেইনের ব্যাপারে সতর্ক রয়েছেন তিনি।
নাহিদ বলেন, “শেষ ওয়ানডে খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। এরপর বিরতি পেয়েছি। বিসিবি আমাকে ফিটনেস মেইনটেইনের নির্দেশনা দিয়েছে। এখন পর্যন্ত আমার বোলিং ঠিক আছে এবং শরীরও ভালো আছে।”
আ. দৈ./ সাধ