ভারতের নির্বাচন কমিশন দিল্লী বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মঙ্গলবার দিল্লীতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই ঘোষণা দেন।
দিল্লী বিধানসভায় মোট ৭০টি আসনে এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভোটের ফল গণনা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
দিল্লীতে প্রায় ১ কোটি ৫৫ লাখ ভোটার রয়েছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ১৩,০৩৩টি ভোটকেন্দ্র খোলা হবে। দিল্লী বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি, তাই তার আগেই নতুন সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সাথে সাথে দিল্লীতে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারে ২ লাখের বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, ৮৫ বছরের বেশি বয়স্করা চাইলে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন।
দিল্লীতে এবার মূলত ত্রিমুখী লড়াই হবে। ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ), বিজেপি এবং কংগ্রেস এই নির্বাচনে অংশ নেবে। আপের লক্ষ্য টানা তৃতীয়বারের মতো জয়লাভ করা। অন্যদিকে, বিজেপি দুর্নীতি ও অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে দিল্লীতে সরকার গঠনের আশায় রয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো শীর্ষ নেতারা প্রচারণায় নেমেছেন।
কংগ্রেসও নতুন উদ্যমে নির্বাচনে অংশ নিতে চায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আপের সঙ্গে জোট গঠন করলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়বে।
দিল্লী বিধানসভার নির্বাচনের পাশাপাশি ৫ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মিল্কিপুর এবং তামিলনাড়ুর ইরোড (পূর্ব) বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আ. দৈ./ সাধ