শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাঙামাটি প্রতিনিধি
Publish: Monday, 6 January, 2025, 5:56 PM  (ভিজিট : 50)
উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বনরুপা এলাকা অবরোধ করেন তারা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

অবরোধের কারণে সড়কের উভয় দিকে শতশত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেকে পায়ে হেঁটে গন্তব্য যাত্রা শুরু করেন।

মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ জসীম, নূরুল ইসলামসহ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি রাবিপ্রবির উপাচার্য পদটি দীর্ঘ পাঁচ মাস ধরে খালি রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কার্যক্রম থেকে নতুন ভবন নির্মাণসহ নানান কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হবে। ভিসি নিয়োগের জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলারও দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়নি। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আশ্বাস দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী বুধবারের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে রাঙামাটিতে সড়ক অবরোধের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দীনসহ অন্যান্যরা। পরে শিক্ষার্থীরা বনরুপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সড়ক অবরোধ শিথিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাবিপ্রবি শিক্ষকদের একাংশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সেলিনা আক্তার এবং উপ-উপাচার্য কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। এরপর থেকে গুরুত্বপূর্ণ পদ দুটি খালি রয়েছে।

আ. দৈ/ আফরোজা 




   বিষয়:  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্দোলনরত   শিক্ষার্থীদের দাবি   রাবিপ্রবির উপাচার্য   পদটি দীর্ঘ পাঁচ মাস ধরে খালি রয়েছে   রাঙামাটি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
রজব মাসের ফজিলত ও আমল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝