আগামী স্থানীয় সরকার নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকা যাবে না বলে প্রস্তাব জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন। আজ সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় কমিশনার সভাপতি তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেন।
এর আগে নির্বাচন নিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে, নির্বাচন কবে হবে। আমরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এ নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
আ. দৈ/ আফরোজা